Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Noakhaliখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে মো. ইব্রাহিম র‌্যাক্সন (২২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে নগদ ২২’হাজার টাকা, ইজিলোড, বিকাশ ও ডার্চ বাংলা মোবাইল ব্যাকিং এর প্রায় ৫০হাজার টাকা লোডসহ ৪টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
শনিবার দিবাগত ১২টার দিকে উত্তর সোন্দলপুর চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মো. ইব্রাহিম র‌্যাক্সন উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের লেমুয়া গ্রামের লেমুয়া বাড়ীর সিদ্দিক উল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে কবিরহাট থানা সংলগ্ন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেল নিয়ে বাড়ীতে যাচ্ছিল র‌্যাক্সন। পথে সোন্দলপুর চৌরাস্তা (হাতাইল্লা পোল) এলাকায় পিছন থেকে একটি মোটরসাইকেল যোগে তিনজন দূর্বৃত্ত র‌্যাক্সনের গতিরোধ করে। এসময় তারা র‌্যাক্সনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তার সাথে থাকা নগদ ২২’হাজার টাকা, ইজিলোড, বিকাশ ও ডার্চ বাংলা মোবাইল ব্যাকিং এর প্রায় ৫০হাজার টাকা লোডসহ ৪টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে র‌্যাক্সনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, প্রায় সময় রাতে কবিরহাট-সোনাপুর সড়কের তেতুলতলা বাজার থেকে সোন্দলপুর চৌরাস্তা (হাতাইল্লা পোল) পর্যন্ত এই এলাকায় বিভিন্ন গাড়ীর গতিরোধ করে ছিনতাই হয়ে থাকে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।