খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, পাবনা : পাবনার আতাইকুলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত ও পুলিশ সহ চার জন আহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামাদের নামে আতাইকুলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় আতাইকুলার সড়াডাঙ্গি গ্রামের গ্রাম্য পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে গরু চুরির ঘটনায় বাড়ির মালিক আবু কালাম বাদী একটি চুরির মামলা দায়ের করেছেন। মামলায় নিহত ও আহত ৫জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
শনিবার ভোরে সংঘবদ্ধ একটি চোরের দল আতাইকুলার সড়াডাঙ্গি তাজিয়াপাড়া গ্রামের আবুল কালামের গোয়াল ঘর থেকে কয়েকটি গরু চুরি করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত সড়াডাঙ্গি, গঙ্গারামপুর ও কাছারপুর মসজিদে মাইকিং করলে এলাকাবাসী ধাওয়া করে পাঁচ জনকে ধরে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একজন ও পরে একটি ধানক্ষেতে পালিয়ে থাকা আরও দু’জনকে আহত অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।