খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, পাবনা : ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়দা খাতুন’র সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সিনিয়র তথ্য অফিসার মঞ্জুরই মওলা। আরও বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা, বাংলাদেশ শিশু একাডেমী জেলা সংগঠক (অবপ্রাপ্ত) এনামুল হক খান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ্ প্রমুখ।
আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমীর কর্মকর্তাগণ সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।