Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pabnaখোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, পাবনা : পাবনার পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার সুজাউল ইসলাম কে শ্বাসরোধে হত্যার সাথে জড়িত অভিযোগে আটক ৪ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
মামলার তদন্তের স্বার্থে আটক চারজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ।
গতকাল দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক রেজাউল করিম শুনানী শেষে আটককৃতদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার খোকন হোসেন, জনি প্রামানিক, সেতু হোসেন ও মাসুদ রানা। এর আগে গত ৭ অক্টোবর রাতে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ।
গত ৪ অক্টোবর রাতে পাকশী পুলিশ ফাঁড়ির হাবিলদার সুজাউল ইসলামকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা। পরদিন ৫ অক্টোবর সকালে পাকশী পেপার মিলস কলোনী সংলগ্ন হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল করিম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।