Mon. Jul 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

nawgaখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, পোরশা, নওগাঁ : নওগাঁ পোরশার ছয় ইউপিতে ১৯মন্ডপে এবারে শারদীয় দূর্গাৎসবের আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ইতিমধ্যে দূর্গা প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এরপরই রং করার কাজ চলবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ওই উৎসবের জন্য ব্যাস্ত সংশ্লিষ্টরা। কোন দূর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষে নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হয়েছে। এবারে উপজেলার নিতপুর ইউপিতে ২টি, তেঁতুলিয়া ইউপিতে ২টি, ছাওড় ইউপিতে ১টি, গাঙ্গুরিয়া ইউপিতে ২টি, ঘাটনগর ইউপিতে ৪টি ও মর্শিদপুর ইউপিতে ৮টি মন্ডপে দূর্গাৎসবের আয়োজন করা হয়েছে।
অপরদিকে গতকাল সোমবার বেলা ১১টায় পোরশা উপজেলা পূজা উদযাপন কমিটির সভা ইউএনও ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান, প্রানি সম্পদ কর্মকর্তা শেখ সেলিম সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।