খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, ঈদগাঁও, কক্সবাজার : সদর উপজেলার ঈদগাঁওতে এক যুবককে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্র। জানা যায়, ১১ অক্টোবর বাদে মাগরিব ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার রুস্তম আলীর পুত্র রায়হান উদ্দীন শিমুল (২৫)কে ঈদগাঁও বাসস্টেশনস্থ বনফুলের পিছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে তার ছোট ভাই জাহেদ জানান, তার বড় ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা অভিযোগ নেই। সুতরাং তার ভাই নির্দোষ বলেও দাবী করেন। অপরদিকে আটককৃত শিমুলের জানান, আমাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। আমি এতে মর্মাহত। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নিকট যোগাযোগ করা হলে তিনি আটকৃত যুবককে জামায়াত-শিবির সন্দেহে আটকের সত্যতা নিশ্চিত করেন।