খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, রূপসা, খুলনা : রূপসার নৈহাটী শ্রীরামপুর কিসমত খুলনা দুই গ্রামের প্রায় ১২ একর জমি আঠারোবেকি নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে বিলিন হয়ে গেছে। প্রায় দেড় মাস পূর্বে বৃষ্টির ভরা মৌসুমে মালো পাড়া ঘাট এলাকার আনুমানিক ১ একর জমি নদীর জোয়ারে প্রবল তোড়ে ধসে পড়ে নদীতে বিলীন হয়েছে। এ ভাঙ্গনের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী শিব মন্দিরের পিছনের দিকও নদীতে বিলীন হয়ে গেছে। এলাকাটি ঘনবসতি হওয়ায় কৃষি ফসলাদি জমি জোয়ারের পানি প্রবেশের ফলে ফসলের দারুনভাবে ক্ষতি হয়। এ ভাঙ্গন প্রায় ১ যুগ ধরে অব্যাহত থাকলেও দেখার কোন লোক নেই বলে জানিয়েছেন উক্ত গ্রামবাসী। ওই ভাঙ্গন কবলিত এলাকায় প্রায় ৩৫/৪০টি পরিবার বসবাস করছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঘর বাড়ি সহ জমি আঠরোবেকি নদীতে জোয়ারে প্লাবিত হয়ে বিলীন হয়ে যায়। তার পর থেকে বসবাসকৃত পরিবারগুলো বর্তমানে ভাঙ্গনের আশ পাশ এলাকায় অতি কষ্টে জীবন যাপন করছেন। তবে আতংকে রয়েছে উক্ত লোকজন যে কোন মুহুর্তে নদীর জোয়ারের পানীতে একটু একটু করে ভাংতে ভাংতে বর্তমানে বসবাসের জায়গাটুকুও নদীর জোয়ারের পানিতে বিলীন হওয়ার আশংকা রয়েছে বলে ভুক্ত ভোগীরা জানিয়েছেন। আঠারোবেকি নদীর পাড় ঘেষা এ্যাড. মঞ্জুরুলের জমি ভাঙ্গন রোধের জন্য বাঁশের পাইলিং করে দিলেও জোয়ারের প্রবল তোড়ে তাও বিলিন হয়ে যায়। এ নদীতে কিসমত খুলনা এবং শ্রীরামপুর দুই গ্রামের মালিকানাধীন প্রায় ১২ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়, তারা হলেন এ্যাড. মঞ্জুরুল, মহন পাল, মরহুম আব্দুল্লাহ, সাদেক সহ আরো কয়েকজনের জমি রয়েছে। এ ব্যাপারে গ্রামের সাধারন ভুক্তভোগী মানুষ অতি জরুরী ভাঙ্গন রোধের প্রয়োজন বলে মনে করেছেন।