Mon. Jul 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

barishalখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, আগৈলঝাড়া, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মনসা মন্দির প্রাঙ্গনে দূর্গাপুজা উপলক্ষে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যেগে সুবিধাবঞ্চিতদের মাঝে গতকাল সোমবার সকালে বস্ত্রবিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, রাজনীতির মুল বিষয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতা জন্য ধর্মকে ব্যবহার করা হয়, আর তখন উদ্ভব ঘটে সাম্প্রদায়িকতার। গণতন্ত্রের সংগ্রামে ধার্মিক নেতারা থাকতে পারেন, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা কখনোই থাকবে না। রার্ষ্ট্র হচ্ছে নাগরিকদের স্বার্থরক্ষার প্রতিষ্ঠান, রাষ্ট্র সব নাগরিককে সমান চোখে দেখবে এটিই প্রত্যাশিত। সাম্প্রদায়িকতা ধর্মের নয়, রাজনীতির ব্যাপার। সাম্প্রদায়িকতায় ধর্ম চলে যায় রাজনীতের অধীনে, তখন হানাহানি অনির্বায হয়ে পড়ে।
গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক তারাক চন্দ দের সভাপতিত্বে বস্ত্রবিতরন সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বার্থী তারা মায়ের মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত, গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক দুলাল দাস গুপ্ত, মহিলা আওয়ামীলীগ নেত্রী পিয়ারা ফারুক বখতিয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক ফনিভুষন কর্মকার, আ.মান্নান সরদার, শিক্ষক আভা মুখার্জী, মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, ইউপি সদস্য তরিকুল ইসলাম চানসহ প্রমুখ।