খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫, সিংড়া, নাটোর : নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে শুকাস ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও তার ভাতিজা মুকুল হোসেনের বাড়ি-ঘরে ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ প্রভাবশালী আ’লীগ কর্মী মুর্শেদুল, হানিফ ও তাদের বাহিনী। সোমবার সকালে উপজেলার শুকাস ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল জয়কুড়ি গ্রামে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল জয়কুড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে আ’লীগ কর্মী মুর্শেদুল ও হানিফের নেতৃত্বে ৮ থেকে ১০জন ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আ’লীগ নেতা আজিজুল হক ও তার ভাতিজা মুকুল হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আ’লীগ নেতা আজিজুল হক (৩৫), ফিরোজ (৪০), ইসমাইল (৬০) ও মুকুলের স্ত্রী পুতুল (২৬) গুরুতর আহত হয়। পরে আ’লীগ কর্মী মুর্শেদুল এর নেতৃত্বে বাড়ি-ঘরে ভাংচুর, অগ্নি সংযোগ, লুটপাট ও একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামী।
সিংড়া থানার এস আই মাহবুব হোসেন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই হামলার ঘটনায় একটি পক্ষ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।