খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : ২ কার্যদিবস পরই ফের পুঁজিবাজারে দরপতনে লনদেন। আজ বুধবার উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি টাকার। যা গতকালের তুলনায় ১৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ পয়েন্টে। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, আমান ফিড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, সাইফ পাওয়ারটেক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, গ্রামীণফোন এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। একইসঙ্গে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।