খোলাবাজার২৪ : বুধবার, ২১ অক্টোবর ২০১৫ :
কামরুল হাসান, ঠাকুরগাঁও : বর্তমান সরকারের আমলে দেশের মানুষ শান্তিপূর্নভাবে পূজা উদ্যাপন করছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সারদীয় দূর্গা পূজা। এ উৎসবে এবার কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। তার কারণ হলো বর্তমান সরকারের নির্দেশে আইশৃংখলা বাহীনি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। এ সরকার সকল ধর্মে বিশ্বাসী। দেশের মানুষ যেনো নিজ নিজ র্ধম পালন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। তাই আগামী দিনে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
বুধবার রাত ৯টায় সদর উপজেলার ফারাবাড়ি দূর্গা মন্ডপ পরিদর্শনকালে মুহাম্মদ সাদেক কুরাইশী এসব কথা বলেন। এসময় আকচা ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরল ইসলাম, ফারাবাড়ি পূজা উদ্যাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ বর্মনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে চৌরঙ্গী বাজার পুজা মন্ডপসহ সদর উপজেলার বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন।