Fri. May 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫ ; মংলা বন্দর আমদানি গম খালাস তদারকি কমিটির 3সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে ঢাকার খাদ্য অধিদফতর। এমভি পিনটেল জাহাজে ফ্রান্স থেকে আসা গম পরীক্ষার পর সেগুলো নিম্নমানের ও মানুষের খাওয়ার অনুপযোগী বলে উল্লেখ করেছে খাদ্য অধিদফতর। বুধবার আমদানি প্রতিষ্ঠানকে লিখিতভাবে এই গম মংলায় খালাস করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে এমভি পিনটেল জাহাজে পচা ও নিম্নমানের গম আসার খবর মিডিয়ার কাছে প্রকাশ করায় খুলনার দায়িত্বশীল কর্মকর্তাদের ওপর নাখোশ হয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নজরুল ইসলাম মঙ্গলবার দুপুরে কয়েকজন সাংবাদিককে কয়েক ঘণ্টা বসিয়ে রেখেও তাদের সাথে কথা বলেননি। বুধবার এ প্রতিনিধি খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সব মিডিয়ার প্রতিনিধির সাথে তিনি কথা বলেননি। অথচ সব পত্রিকায় তার বরাত দিয়ে যে খবর প্রকাশ হয়েছে। এতে তিনি বিব্রত। এ জন্য তিনি কাউকে সাক্ষাত দিচ্ছেন না। তিনি জানান, এমভি পিনটেল জাহাজে আমদানি গম খালাসের ব্যাপারে আগের সিদ্ধান্ত বহাল আছে। ঢাকার খাদ্য অধিদফতরে গমের নমুনা পরীক্ষার পর একই রিপোর্ট এসেছে। এমভি পিনটেলের ২১ হাজার ৫০০ টন গম মংলা বন্দরে খালাস করা হবে না বলে তিনি জানান। মংলা বন্দর আমদানি গম খালাস তদারকি কমিটির অন্যতম সদস্য একরামুল হক বুধবার বিকেলে জানান, তাদের সিদ্ধান্ত ঢাকায় নমুনা পরীক্ষার পরও বহাল রয়েছে। খাদ্য অধিদফতর সিদ্ধান্ত নিয়েছে ওই গম খালাস করা হবে না। এদিকে লিন্ডমন্ড শিপিং এজেন্টের খুলনার সহকারী ম্যানেজার সৈয়দ মুরতজা আলীর সাথে যোগাযোগ করে এমভি পিনটেল জাহাজে কবে গম বোঝাই করা হয়েছিল তা জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। লিল্ডমন্ড শিপিংয়ের পরিচালক আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বাইরে আছেন বলে জানান। উল্লেখ্য, এমভি পিনটেল নামক সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটিতে ৫-৬ মাস আগে ফ্রান্স থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে বাংলাদেশে আসে। কিন্তু তখনই গম পরীক্ষায় নিম্নমানের হওয়াই জাহাজ থেকে গম খালাস হয়নি। পরে জাহাজটি বহির্নোঙ্গরে গিয়ে অবস্থান নেয়। সে সময় পচা গম নিয়ে তুমুল হৈচৈ এবং উচ্চ আদালতের রিটের কারণে সেগুলো আর খালাস করা হয়নি। গমের বাজার মূল্য প্রায় ৪৪ কোটি টাকা। সম্প্রতি ২ বিদেশী খুন হবার পর চট্টগ্রামে অবস্থানরত খাদ্য অধিদফতরের বিদেশী বিষেষজ্ঞ ছুটি নিয়ে দেশে ফিরে যায়। এই সুযোগে ঢাকার আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান ইমপেস্ক কনসানটেল লিমিটেড প্রভাব বিস্তার আর অবৈধ সুবিধা দিয়ে পিনটেল জাহাজ চট্রগ্রাম বন্দরে পুনরায় ভিড়িয়ে ৩১ হাজার ৫ শ’ মেট্রিক টন গম খালাস করে। পরে জাহাজটির বাকি ২১ হাজার টন গম নিয়ে ১২ অক্টোবর মংলা বন্দরে প্রবেশ করে। ১৩ অক্টোবর মংলা বন্দরে আমদানি গম খালাস তদারকি কমিটির ৮ সদস্য জাহাজটির গম পরীক্ষা করে এবং নমুনা সংগ্রহ করে। এই কমিটি আমদানিকৃত গম নিম্নমানের ও পচা বলে অভিমত দিলেও ঊর্ধ্বতন মহলের নির্দেশে গমের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। সর্বশেষ সেই নমুনা পরীক্ষা করে গমের মান নিম্ন এবং মানুষের খাবার অনুপযোগী বলে রিপোর্ট দেওয়া হয়েছে।