Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 14নাশকতামূলক হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি হামলা ও হত্যাকাণ্ডের পর ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর অংশ হিসেবে বিমানবন্দরে যাত্রীদের তল্লাশি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দর্শনার্থীর প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি। । একই সঙ্গে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নাশকতার ঘটনা ঘটতে পারে এবং দুর্বৃত্তরা বিস্ফোরক কোনো কিছু নিয়ে বিমানবন্দরে আসতে পারে, যা মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না এমন তথ্য গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে। এ কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে তথ্য পেয়েছি। এ কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরে যাতায়াত করা যাত্রী ও বিদেশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে আসা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “বিমানবন্দরে রেড অ্যালার্ট জারির খবর ঠিক নয়। নিরাপত্তার স্বার্থেই সতর্কতা বাড়ানো হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
তবে গোয়েন্দাদের কাছ থেকে ঠিক কী ধরনের তথ্য পাওয়া গেছে, বিমানবন্দরে হামলার কোনো হুমকি এসেছে কি না- সে বিষয়ে কোনো তথ্য দেননি বিমানবন্দরের পরিচালক।
কয়েকটি গণমাধ্যম রেড অ্যালার্ট জারির যে খবর দেওয়া হয়েছে তা ‘সঠিক নয়’ জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এতে ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে’।
“প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্থ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।