Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় 15‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, সোমবার ভোররাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবছর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) মোট ৪৫০টি আসনের বিপরীতে চার হাজার পাঁচশ ৬২ জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে।
এর আগে রোববার সকালে ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
উপ-নিবন্ধক মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলঁহরা.বফঁ/ধফসরংংরড়হৎবংঁষঃং/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ঔট<ঝঢ়ধপব>জ<ঝঢ়ধপব>জড়ষষ ঘড় লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।