খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ ৮ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ১৮ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী তামিম।
মামলার ৮ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলী কারাগারে আছেন।
পলাতক ৬ জন হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।