খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড (২০০৯) পেল এক্সিম ব্যাংক, গতকাল ২৮ অক্টোবর ২০১৫ ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর উদ্যোগে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহন করেন ব্যাংকের পরিচালক আলহাজ নুরুল আমিন ফারুক । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এম.পি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আই বি সি এফ এর ভাইস চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ.কে.এম. নুরুল ফজল বুলবুল।