Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২০৩ নেতা-কর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল ইসলাম শুনানি শেষে অভিযোগ গঠন করে আগামী ২২ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনে রূপগঞ্জে গাড়িতে আগুন, ভাঙচুর, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করে পুলিশ।
এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুনসহ ২০৩ জনকে আসামি করা হয়।
“মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুজ্জামান ২০১৪ সালের ১০ নভেম্বর ২০৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেন।
“আসামিরা নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে গত ২৭ অক্টোবর আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আবেদন খারিজ এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।”
এ সময় আসামিদের মধ্যে ১৯১ জন আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই উচ্চ আদালতের জামিনে রয়েছেন।