Thu. Oct 16th, 2025
Advertisements

43খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: টালিউডখ্যাত ভারতের বাংলা চলচ্চিত্রে এক অন্যতম নাম ঋতুপর্ণা। ১৯৭১ সালের আজকের এই দিনে পৃথীবির আলোতে নিজেকে দেখাতে মায়ের কোল জুড়ে আসেন। আস্তে আস্তে হয়ে উঠেন একজন খ্যাতিমান অভিনেত্রী। বর্তমানে তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী তিনি। ১৯৯৫ সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশী ও হিন্দি চলচ্চিত্রেও। ঋতুপর্ণার প্রথম ছবি শ্বেতপাথরের থালা মুক্তি পায় ১৯৯৫ সালে। ছবিতে তিনি অভিনয় করেন সহ-অভিনেত্রীর চরিত্রে। তিনি তখন আধুনিক ইতিহাসে স্পেশালাইজেশনসহ এমএ প্রথম বর্ষের ছাত্রী। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। প্রভাত রায়ের এই ছবিটি সেইবছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন।
আজ এই খ্যাতিমান অভিনেত্রীর জন্মদিন। সব পাঠকের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।