খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: বিশেষ অভিযানে ১৬২ জনকে আটক করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এদের মধ্যে বিএনপি’র ১২ নেতাকর্মী, জামায়াতের ছয়জন, শিবিরের দু’জন ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্য রয়েছেন।
শনিবার (০৭ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে রোববার (০৮ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম জানান, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার ৫০ জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯০ জন আসামিও রয়েছেন।