খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: চলতি বছরের অক্টোবরে মূল্যস্ফীতিকিছুটা কমবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা।
আজ দুপুরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এ তথ্য জানান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি সেপ্টেম্বর থেকে কিছুটা কমে ৬.১৯ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিলো ৬.২৪ শতাংশ। গত বছর অক্টোবরে তা ছিলো ৬.৬ শতাংশ’।
আ হ ম মুস্তফা কামাল বলেন,‘ শীতকালীন শাক-সবজি বাজারে আসতে শুরু হওয়ায় মূল্যস্ফীতিকমতে শুরু করেছে। একইসাথে বিশ্ববাজারে ভোগ্য-পণ্য ও তেলের দাম নিম্নমুখী থাকায় আমাদের মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েছে’।
মুস্তফা কামাল বলেন,‘আগামী মাসে শীতকালীন শাক-সবজি পূর্ণমাত্রায় বাজারে আসলে মূল্যস্ফীতি আরো কমে যাবে বলে আশা করছি’।
বিবিএস বলছে অক্টোবরে খাদ্য ও খাদ্য-বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি যথাক্রমে ৫.৮৯ ও ৬.৬৭ শতাংশ। গতমাসে তা ছিলো যথাক্রমে ৫.৯২ ও ৬.৭৩ শতাংশ।
অপরদিকে, অক্টোবরে গ্রামে ও শহরে মূল্যস্ফীতি যথাক্রমে ৫.৮২ ও ৬.৯১ ভাগ। সেপ্টেম্বরে এ হার ছিলো যথাক্রমে ৫.৮৬ ভাগ ও ৬.৯৬ ভাগ।
বিবিএস আরো জানায়, অক্টোবরে জাতীয় মজুরি হার সূচক ১৩১.৭ যা সেপ্টেম্বরে ছিলো ১৩০.৫২ শতাংশ।