Wed. Oct 15th, 2025
Advertisements

69খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: দেশজুড়ে সাম্প্রদায়িক বিতর্ক যখন তুঙ্গে ঠিক সেই সময় সম্প্রীতির সম্পর্কে আবদ্ধ হল নয়াদিল্লি। খোদ দিল্লিতেই জামা মসজিদের শাহি ইমামের ছেলে বিয়ে করলেন এক হিন্দু মেয়েকে। স্থানীয় একটি গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
কয়েক মাস ধরে সাম্প্রদায়িক বিতর্কে উত্তাল পুরো ভারত। অসহিষ্ণুতা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে জাতীয় পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন সে দেশের বুদ্ধিজীবীরা। দুই ধর্মের বৈবাহিক এ সম্পর্ককে অসহিষ্ণুতার বিরুদ্ধে বড় প্রতিবাদ বলেই মনে করছেন বিভিন্ন মহল।
ইমাম সাঈদ আহমেদ বুখারির ছেলে শাবান বুখারির সঙ্গে বিয়ে হয়েছে উত্তর প্রদেশর গাজিয়াবাদ এলাকার হিন্দু পরিবারের এক মেয়ের। দুই বছর ধরে সম্পর্ক থাকার পর অবশেষে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন তারা। কিন্তু হিন্দু মেয়েকে বিয়ে করার জন্য কখনো ইমামের অনুমতি ছিল না। তাই নিজের ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তবেই বৈবাহিক বন্ধনে জড়িয়েছেন দুজনে। তবে বিয়েতে খুব কাছের আত্মীয় ছাড়া কাউকেই নিমন্ত্রণ করা হয়নি।
শাবান বুখারি যিনি গত বছর ২২ নভেম্বর থেকে জামা মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০ বছর বয়সী শাবন অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে সবেমাত্র গ্রাজুয়েশন শেষ করেছেন।