Thu. Oct 16th, 2025
Advertisements

56খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: হসরকারি চাকরি পাওয়ার জন্য ৩৬তম বিসিএসে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে আগামী ৮ জানুয়ারি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে লোক নিয়োগ হবে।
গত ৩১ মে প্রকাশিত ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার।
৩৬তম বিসিএসে অংশ নিতে গত ১৪ জুন থেকে ২৩ জুলাই অনলাইনে আবেদনপত্র পূরণ করেছেন চাকরিপ্রার্থীরা।