Fri. May 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে এর কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণগ্রেফতার করে আপনি চান কি?’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও গণগ্রেফতার বন্ধের দাবিতে এক প্রবাসী সমাবেশে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ প্রশ্ন রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল এ প্রবাসী সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রতিদিন আমাদের হাজার হাজার নেতাকর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করছেন। এভাবে বিরোধী দলের নেতাককর্মীদের গণগ্রেফতার না করে আপনি ঘোষণা দিয়ে দেন এই দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না।’
এসময় বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুনের জন্যও এই সরকার পুরস্কার পেতে পারেন বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম হোসেন।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন দলীয় ভাবে হয় না, হতে পারেনা। দলীয় প্রতীকে এ নির্বাচন হলে ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে।’
নারায়নগঞ্জের আলোচিত ৭ খুনের প্রধান আসামী নূর হোসেনকে র‍্যাবের হাতে হস্তান্তর করার ব্যাপারে তিনি বলেন, ‘নূর হোসেনকে র‍্যাবের হাতে হস্তান্তর না করে পুলিশের হাতে হস্তান্তর করা উচিত ছিল। কারণ র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা এই খুনের সাথে সরাসরি জড়িত।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ প্রমুখ।