Thu. Oct 16th, 2025
Advertisements

30খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: গুরুত্বপূর্ণ আসরে চিতপটাং হয়ে পড়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেই নিয়ম রক্ষার্থেই যেন আবারও হোঁচট খেয়ে পড়লেন জেনিফার লরেন্স। মঙ্গলবার মাদ্রিদে ‘হাঙ্গার গেমস : মকিংজে ২′-এর প্রিমিয়ারে রীতিমতো লালগালিচা সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। আর তাতেই হাইহিলের তলায় গাউন আটকে ধপাস করে পড়ে গেলেন লরেন্স। অন্য অতিথিরা দৌড়ে এসে তাঁকে টেনে তোলেন। বড় কোনো চোট লাগেনি, সুস্থই আছেন। তবে পড়ে যাওয়ার ভিডিওটা এখন ফেসবুক-টুইটার-ইউটিউবে ভক্তদের প্রধান দর্শনীয় হয়ে উঠেছে। ২০১৩-তে অস্কার নিতে স্টেজে ওঠার সময় হোঁচট খেয়ে পড়েছিলেন। অস্কারের পরের আসরেও উপস্থাপনা করতে গিয়ে হাইহিল ভেঙে পড়েছিলেন স্টেজেই। অনেকেই তাঁর নতুন নাম দিয়েছেন-জেনিফার ফেল ডাউন লরেন্স