Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: একাত্তরের সংঘটিত মনবতাবিরোধী অপরাধের অভিযোগ নেত্রকোনার ৭ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়িয়ে আগামী ১৫ জানুয়ারি জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য পুনরায় এই দিন ধার্য করেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর তাপসকান্তি বল। মামলার প্রধান আইনজীবী মোখলেছুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নির অনুপস্থিতে ব্যারিস্টার তাপস কান্তি বল এ শুনানি করেন। অপরদিকে আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।
তাপস কান্ত বল জানান, আজ একটি প্রতিবেদন জমা দিয়ে ট্রাইব্যুনালে আরো তিন মাস সময় আবেদন করেছিলাম। সময় আবেদন গ্রহণ করে আদালত ২০১৬ সালের জানুয়ারি মাসে দিন ঠিক করেন ।
তিনি বলেন, নেত্রকোনার পূর্বধলা থানার অভিযুক্ত এসব আসামির মধ্যে কাস্টডিতে রয়েছেন আব্দুর রহমান। তবে এ মামলায় গ্রেফতারকৃত আরেক আসামি আহমদ আলী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ অক্টোবর মারা যান।
এছাড়াও এ মামলায় পলাতক আসামিরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আব্দুল খালেক তালুকদার,কবির খান, মো. নুরুদ্দিন ওরফে রুদ্দিন এবং ছালাম বেগ।