খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: সিলেটে শিশু আবু সাঈদকে (৯) হত্যা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। চার আসামির উপস্থিতিতে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
সিলেট আদালতের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আবদুল আহাদ চৌধুরী জানান, শিশু সাঈদ হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করা হয়েছে। ওই চারজন হচ্ছেন, এসএমপি’র বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান, কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মুহিব হোসেন মাসুম।
তিনি আরও জানান, আগামী ১৯ নভেম্বর সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এ মামলায় সাক্ষী রয়েছেন ৩৭ জন। গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৪ মার্চ নগরীর ঝর্ণারপাড় সোনাতলা এলাকার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে এসএমপির কোতয়ালী থানায় মামলা করেন।
গত ২৯ অক্টোবর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত থেকে মামলাটি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোশাররফ হোসাইন চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন।