খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: সেপ্টেম্বরের শেষে লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুর লিগামেন্টে ইনজুরির পর থেকে মেসি মাঠের বাইরে রয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠে ফিরেছেন। সোমবার তিনি দলের সাথে পূর্ণ অনুশীলন সেশনের ঘাম ঝড়িয়েছেন। বার্সেলোনার ওয়েবসাইটেও এই সংক্রান্ত পোস্ট দেয়া হয়েছে। হাঁটুর ইনজুরি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সপ্তাহের শেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোকে সামনে রেখেই মাঠে নামবে বার্সেলোনা।
যদিও চারবারের ব্যালন ডি’অর বিজয়ীর অনুপস্থিতিতে বার্সেলোনা নিজেদের ভালভাবেই এগিয়ে নিয়ে গেছে। টানা চার লিগ ম্যাচে জয়ের মাধ্যমে লুইস এনরিকের দল লা লিগার শীর্ষস্থানটি নিশ্চিত করেছে। চির প্রতিদ্বন্দ্বীয় রিয়ালের থেকে কাতালান জায়ান্টরা বর্তমানে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে।
মাসের শুরুতে বাতে বোরিসভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ৩-০ গোলের জয়ের ম্যাচে কাফ ইনজুরিতে পড়া ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিও সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।-বাসস।