Thu. Oct 16th, 2025
Advertisements

36খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫ : সম্পর্ক ভাঙার ব্যাপারটি খুবই কষ্টের। তাই সম্পর্ক না রাখতেই চাইলে সেই সিদ্ধান্তটি সরাসরি বলা দু’জনের জন্যই কষ্টের। যে সরাসরি বলছে তার জন্যও আবার যাকে বলা হচ্ছে তার জন্যও।
আর তাই সম্পর্ক ভাঙার সিদ্ধান্তটি সরাসরি যারা নিজে বলতে চান না, তাদের জন্য এবার কানাডিয়ান ওয়েবসাইট ‘দ্য ব্রেকআপ শপ’!
এই ওয়েবসাইটটি প্রেমের সম্পর্ক ভাঙার সিদ্ধান্তটি অন্যকে জানিয়ে দেবে। এক্ষেত্রে ‘দ্য ব্রেকআপ শপ’ ওয়েবসাইটটির ৪ ধরনের সেবা রয়েছে।
যেমন কোনো প্রেমিক তার প্রেমিকার সঙ্গে কিংবা প্রেমিকা তার প্রেমিকের সঙ্গে আর প্রেমের সম্পর্ক রাখতে চাচ্ছেন না। এক্ষেত্রে সিদ্ধান্তটি জানাতে দ্য ব্রেকআপ শপ-এর সেবাগুলো আলোচনার ঝড় তুলেছে।
প্রথম সেবাটি হচ্ছে, ‘দ্য ব্রেকআপ শপ’ মোবাইল এসএমএসের মাধ্যমে সম্পর্ক না রাখার সিদ্ধান্তটি জানিয়ে দেবে। আর এজন্য খরচ করতে হবে ১০ ডলার।
দ্বিতীয় সেবাটি হচ্ছে, চিঠির মাধ্যমে মাধ্যমে জানিয়ে দেবে। আর এজন্য খরচ করতে হবে ২০ ডলার।
তৃতীয় সেবাটি হচ্ছে, ফোন কলের মাধ্যমে জানিয়ে দেবে। আর এজন্য খরচ করতে হবে ২৯ ডলার।
চতুর্থ সেবাটি হচ্ছে, সম্পর্ক ভাঙার পাশাপাশি কেউ উপহার পাঠাতে চাইলে সেজন্য রয়েছে ‘ব্রেকআপ গিফট প্যাক’। এই গিফট প্যাকে থাকবে কল অব ডিউটি বা দ্য নোটবুকের ব্লু-রে কপি, ৩০ ডলারের নেটফ্লিক্স গিফট কার্ড, এক বক্স চিপস, আর সহানুভূতি জানিয়ে লেখা চিঠি।
ওয়েবসাইটটির ঠিকানা: যঃঃঢ়://নৎবধশঁঢ়ংযড়ঢ়.পড়স ।
তথ্যসূত্র: আইডিজিটাল টাইমস