Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥ শনিবার, ২১ নভেম্বর ২০১৫ : কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা ও চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাকে হাসাপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সিলেটসহ বিভিন্ন আদালতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা রয়ছে। কাশিমপুর কারাগার থেকে ওইসব স্থানে যেতে সমস্যা হওয়ায় তিনি চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন। পরে আদালত তার স্বাস্থ্যগত প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, সোমবার চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি মেরুদণ্ডে ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছেন। এ হাসপাতালে তার পূর্ণ চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।