Wed. Oct 15th, 2025
Advertisements

29খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : প্রথমে কথা ছিল, ‘তামাশা’ ছবির প্রচারের জন্য সালমান খানের ‘বিগ বস ৯’-এর সেটে যাবেন দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর। দীপিকা যাচ্ছেন ঠিকই, কিন্তু কাটিয়ে দিলেন রণবীর! ইদানীং, তিনি পারতপক্ষে মুখোমুখি হতে চাইছেন না সালমান খানের।
রণবীরের এ রকম আচরণের অবশ্য কারণ আছে! হালফিলে সালমান খান এক এক করে মুখ খুলছেন তাঁর প্রাক্তন প্রেমিকাদের নিয়ে! বিশেষ করে ক্যাটরিনা কাইফকে নিয়ে একটু বেশিই আবেগ তিনি প্রকাশ করে ফেলছেন সবার সামনে!
এই যেমন বোন অর্পিতার বিয়েতেই ক্যাটরিনাকে বলেছিলেন, “আমি তো তোমায় ক্যাটরিনা খান হওয়ার সুযোগ দিয়েছিলাম! কী আর করা, তুমি ক্যাটরিনা কাপুর হওয়াটাই ভাল মনে করলে!” অন্য দিকে আবার ক্যাটরিনাও বলেছেন সম্প্রতি, “আমার জীবনে সালমানের ঋণ থেকেই যাবে!
স্বাভাবিকভাবেই ব্যাপারটা রণবীরের ভাল লাগার কথা নয়! এবং, তাঁর ভাল লাগছেও না! তারই প্রমাণ মিলল এ বারের দিওয়ালিতে, অনিল কপূরের বাড়ির পার্টিতে! অনিল কাপুরের বাড়ির সেই দিওয়ালি পার্টিতে ক্যাটরিনা-রণবীরের সঙ্গে একেবারে সামনা সামনি দেখা হয়ে গিয়েছিল সালমানের!
ক্যাটরিনার সঙ্গে সৌজন্য বিনিময় করলেও সালমান রণবীরের দিকে ফিরেও তাকাননি! তাতেই বিলক্ষণ চটেছেন রণবীর! এবং, ঠিক করে ফেলেছেন, যতটা সম্ভব সালমান খানকে এড়িয়ে চলবেন তিনি! তাছাড়া, আরও একটা ব্যাপার আছে! বিগ বসের বাড়িতে যদি ক্যাটরিনাকে নিয়ে কোনও বেফাঁস কথা বলে ফেলেন সালমান? সত্যিই তো, প্রেমিকার প্রাক্তন প্রেমিককে কে-ই বা আর পছন্দ করে