Wed. Oct 15th, 2025
Advertisements

23খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: স্ত্রীকে হত্যার পর মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ডেরেক মেডিনা। ডেরেক খুনের ছবি তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করেন। আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন। এ মামলায় ডেরেকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে। খবর বিবিসির।
ডেরেক আদালতে দাবি করেন, স্ত্রী জেনিফার আলফোনসো তার ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালাচ্ছিলেন। ঘটনার দিন স্ত্রী তাকে ছুরি দেখিয়ে হুমকি দেন। এরপর তিনি গুলি ছুড়ে তাকে হত্যা করেন। এ ছাড়া তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছিলেন, এই খুনের দায়ে তাকে কারাগারে যেতে হতে পারে বা তার মৃত্যুদণ্ড হতে পারে।
২০১৩ সালের আগস্টে ২৭ বছর বয়সী স্ত্রীকে গুলি করে হত্যা করেন ডেরেক।