Thu. Oct 16th, 2025
Advertisements

32খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: জীবনটাকে কি টয়লেটময় করতে হবে? নিউজটা পড়ে অনেকের মন ক্ষুব্ধ হতে পারে। রাশিয়ার মস্কো সম্প্রতি এমনই এক কাজ করেছে। যা অনেকের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে। আবার অনেকে নতুনত্বের ছোঁয়া পেয়ে মজেছেন এর সঙ্গে।
রাশিয়ার রাজধানী মস্কোয় আজব এ ক্যাফের উদ্বোধন হয়েছে। ক্যাফেটি সাজানো হয়েছে টয়লেট ঘরের আদলে। ভেতরের সাজসজ্জা দেখে বোঝার উপায় নেই, এটা আসলেই খাবারের দোকান না টয়লেট! নামটাও রাখা হয়েছে এমন। ক্রেজি টয়লেট ক্যাফে।
ক্যাফের বসার চেয়ারগুলো কমোড আদলে তৈরি! আর খাবার টেবিলগুলো যেন অবিকল বাথট্যাব! আর খাবার প্লেটগুলো? ওগুলো কমোডের মতো। আর সবচেয়ে অরুচিকর বা বিক্রিত রুচির যে বিষয়টি তা হলো, এখানকার খাবারগুলো এমনভাবে তৈরি দেখতে ঠিক মানুষের মলের মতো!
ক্যাফের মালিক আলেকজান্ডার বলেন, নতুন কিছু করার চিন্তা থেকেই এমনটি করেছেন।
তবে তার এমন উদ্যোগকে অনেকেই ¯্রফে পাগলামি বা বিক্রিত রুচির বলে আখ্যা দিয়েছেন। -গার্ডিয়ান