খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫: এমনই আজব ব্যাপার ঘটেছে উত্তর আমেরিকার ইন্ডিয়ানায়। মিউজিয়ামে সংরক্ষিত মস্তিষ্ক চুরি করে তা অনলাইনে বিক্রিও করে দেন এক ব্যক্তি। চোর অবশ্য ধরা পড়েছে। খোয়া যাওয়া মগজও উদ্ধার করেছে পুলিশ।
উত্তর আমেরিকার ইন্ডিয়ানার রাজধানী ইন্ডিয়ানাপোলিসের একটি মেডিক্যাল মিউজিয়ামে এই ঘটনা ঘটে। ডেভিড চার্লস নামে বছর ২৩-এর এক ব্যক্তি একাধিকবার ওই মিউজিয়ামে চুরি করে। প্রতিবারই লক্ষ্য ছিল কাঁচের জারে বিশেষ ভাবে সংরক্ষিত মানুষের মস্তিষ্ক। এরকমই ৮০টি জার চুরি করে ডেভিড। সঙ্গে বেশ কিছু হিউম্যান টিস্যুও নিয়ে পালায় সে।
চুরি করা মস্তিষ্ক পরে অনলাইন শপিং পোর্টাল ই-বে’তে বিক্রি করে দেয় ডেভিড। ৬০০ ডলারের বিনিময়ে ৬ জার মস্তিষ্ক কিনে নেন সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা। তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানান। ইন্ডিয়ানাপোলিশের পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে ডেভিড চার্লসকে গ্রেপ্তার করে সান ফ্রান্সিসকোর পুলিশ। মিউজিয়ামে ডেভিডের রক্তলাগা এক টুকরো কাগজও পাওয়া গিয়েছিল।
ম্যারিয়ন কান্ট্রি কোর্ট ডেভিড চার্লসকে এক বছরের গৃহবন্দি ও দুই বছর পুলিশি নজরদারিতে থাকার শাস্তি দেয়। তার কাছ থেকে চুরি করা মস্তিষ্ক ও অন্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।