কুবির জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রবেশপত্র সংগ্রহ করতে নির্ধারিত ওয়েবসাইটে http://cou.teletalk.com.bd আবেদনের সময় শিক্ষার্থীকে দেওয়া ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। পরে এক কপি পাসপোর্ট সাইজের (৩০০*৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) রঙিন ছবি ও স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে পরীক্ষার পূর্ব পর্যন্ত।
কুবিতে আগামী ৪ ডিসেম্বর ‘এ’, ‘বি’ ইউনিটের ও ৫ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ শিক্ষাবর্ষে কুবির ১৯টি বিভাগে ১ হাজার ১০টি আসনের জন্য ৪৪ হাজার ৪৪৭ পরীক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.cou.ac.bd পাওয়া যাবে।