Sun. Jul 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : যশোরে কথিত বন্ধুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন, যিনি ‘ডাকাত দলের সদস্য’ বলে পুলিশের দাবি।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের রহমতপুর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
এসআই খায়ের বলছেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতির গোপন খবর পেয়ে পুলিশ গভীর রাতে রহমতপুর এলাকায় অভিযানে যায়।
“ডাকাত দল পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বড় দা, গাছ কাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান খায়ের।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশের এসআই তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল আহত হয়েছেন। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।