Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এক্সরে করে দেখুন আপনাদের মেরুদণ্ড আছে কি না। নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে কি নাই, তা প্রমাণ করার এটিই ভাল সময়। এই নির্বাচনে প্রমাণ হবে ইসি কি স্বাধীন না কি পরাধীন। বনানীস্থ জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান ও মেয়রের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী। যোগদান সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, মোহাম্মদ নোমান মিয়া এমপি প্রমুখ।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, নির্বাচনে ইউএনও, এডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কি সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। তারা সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না রাখায় সন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, ‘এমপিদের নির্বাচনী প্রচারণায় সুযোগ না দিয়ে ভালই করেছে নির্বাচন কমিশন। এখন প্রার্থীরা নিজ যোগ্যতায় বেরিয়ে আসতে পারবে।’ সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে যথেষ্ঠ আশঙ্কা রয়েছে।