Mon. Oct 20th, 2025
Advertisements

49খোলা বাজার২৪, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ : এবার আর গান-বাজনার জন্য ব্যান্ড দলে মানুষের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। সম্পূর্ণ রোবটের সমন্বয়ে ব্যান্ড দল গঠিত হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং।
প্রতিটি ব্যান্ড দলের সদস্যদের মাঝেই থাকে নানা বিষয়ে বিরোধ। আর এ কারণে বেশিদিন স্থায়ী হয় না অধিকাংশ ব্যান্ড দল। আর সম্পূর্ণ রোবট দিয়ে দল তৈরি করলে গান-বাজনা ছাড়া অন্য কোনো বিষয়ে সদস্যদের আগ্রহ থাকবে না। আর এতে বিরোধেরও প্রশ্ন আসবে না। এ উদ্দেশ্যেই সম্পূর্ণ রোবট সদস্যদের নিয়ে ব্যান্ড দল গঠনের পরিকল্পনা করেছে কম্প্রেসরহেড।
এ লক্ষ্যে বেশ কিছুদূর অগ্রগতিও করে ফেলেছে প্রতিষ্ঠানটি। তারা রোবট ব্যান্ডের কয়েকজন সদস্যকে তৈরি করে ফেলেছে। এখন শুধু বাকি আছে ভোকাল তৈরি। রোবট দলের সদস্যরা যে কোনো মিউজিক অত্যন্ত নিখুঁতভাবে বাজাতে সক্ষম হচ্ছে, যা মানুষের ব্যান্ড দলের থেকে পৃথক কোনো বিষয় নয় বলেই মনে করছেন নির্মাতারা।
এ রোবট ব্যান্ড দলের পরিকল্পনা করেছিলেন ফ্র্যাংক বার্নেস, মার্কস কলব ও স্টক প্লাম। এরপর তারা এর তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কিকস্টার্টার ক্যাম্পেইন শুরু করেন। আর এখন এ দলের নির্মাণকাজ প্রায় সমাপ্ত বলে জানিয়েছেন নির্মাতারা।
এ রোবট দলটির একটি ভিডিও অনলাইনে পেস্ট করেছেন নির্মাতারা, যা দেখে অনেকেই ব্যাপক বিনোদন পাচ্ছেন।