পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক সিকদারের মুক্তি ও তার বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়নের ২ নং ব্রিজ এলাকায় শত শত নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে ইসহাক সিকদারকে যুদ্ধাপরাধীর মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে ফাঁসির রায় দেয়া হয়। কিন্তু বাস্তবে তিনি একজন নিরীহ ও সৎ মানুষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।
এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগীর ছেলে নান্নু সিকদার, মেয়ে বিলকিস নাহার, বিএনপির ইটবাড়িয়া ইউনিয়ন সভাপতি কাজী শাহ আলম, স্থানীয় বাসিন্দা কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জালাল হাওলাদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ইসহাক সিকদার মুক্তিযুদ্ধের সময় গ্রামের সাধারণ মানুষের পাশে ছিলেন, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমরা সরকারের কাছে তার দ্রুত মুক্তির দাবি জানাই।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি কাজী নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শফিনুর ইসলাম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “মিথ্যা মামলা প্রত্যাহার কর”, “নিরীহ ইসহাক সিকদারের মুক্তি চাই” ইত্যাদি স্লোগান দেন।
এলাকাবাসী অভিযোগ করেন, এক দশকেরও বেশি সময় ধরে পরিবারটি সামাজিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। ইসহাক সিকদারের দ্রুত মুক্তির দাবিতে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।