খোলা বাজার২৪ : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫।।দুর্নীতি, দুঃশাসন ও প্রতিহিংসামুক্ত অর্থবহ পরিবর্তন চাই” প্রতিপাদ্য নিয়ে আগামী ২৬ ডিসেম্বর ইঞ্জিনির্য়াস ইনষ্টিটিউটে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে জানিয়েছেন পার্টির মহাসচিব হামদুল্লাহ মেহেদী।
আজ (বুধবার) বেলা ১১ টায় একুশে মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির দলীয় কাউন্সিল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল, যুগ্ম-মহাসচিব হিন্দুরতœ রামকৃষ্ণ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ ও সাধারন সম্পাদক সালমান খান প্রমুখ।
দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচন সুষ্ঠ ও গ্রহনযোগ্য করতে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গনগ্রেফতার বন্ধ করার পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে লেবার পার্টির মহাসচিব মেহেদী বলেন, বিগত নির্বাচনগুলোতে বর্তমান নির্বাচন কমিশনের সরকারীদলের পক্ষে নগ্ন দলবাজি ও আক্রমনাত্মক ভুমিকায় দেশের সর্বস্তরের জনগন লজ্জিত ও হতাশ হয়েছে। দেশবাসী মনে করে তাদের পক্ষে আসন্ন পৌরসভা নির্বাচন নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই কমিশনের ভাবর্মূতি পুনরুদ্ধারে প্রমান করতে হবে তারা কোন দলের আজ্ঞাবহ নয়। জনগনের নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আকাংখা থাকলেও সরকার মুলত বিরোধী দলকে তৃনমূল থেকে উচ্ছেদ করে দলীয় ক্যাডারদের স্থানীয় সরকারে পুর্নবাসন করতে চায়।
কাউন্সিল আয়োজন সর্ম্পকে সাংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াসহ জোটের শীর্ষনেতাদের আমন্ত্রন জানানো হবে। লেবার পার্টির জেলা, মহানগর ও উপজেলা থেকে ডেলিগেটগন উপস্থিত থাকবেন। লেবার পার্টি প্রচলিত দুর্নীতি, দুঃশাসন ও প্রতিহিংসামুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে দলকে গনমুখী ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।