Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
images (2)খোলা বাজার২৪ : শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার অজুহাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন হলসমূহ বন্ধ ঘোষণা করেছে।শুক্রবার শুক্রবার সকালে এ কারণে চরম হতাশা ও ক্ষোভ নিয়ে হল ছাড়ছেন আবাসিক শিক্ষার্থীরা।বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক শিক্ষার্থী শাফিউল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ‘সামনে আমাদের বিসিএস পরীক্ষা। আমরা হলে উঠেছি পড়াশোনার জন্য কিন্তু হল প্রশাসন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার অজুহাতে হল বন্ধ করে দিল। এখন আমরা কোথায় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করব, এখনও তা ঠিক করতে পারছি না।’শহীদ মুক্তার এলাহী হলের আবাসিক শিক্ষার্থী রমজান আলী বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন কোথায় থাকব তা এখনও ঠিক হয়নি। এ কারণে চরম অনিশ্চয়তায় আছি।বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় বলেন,আমরা জানি শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছেন। এরপরও বৃহৎ স্বার্থে সামান্য ত্যাগ স্বীকার করতেই হবে।প্রসঙ্গত, ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে হল বন্ধের ঘোষণা দেয়।