Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ভোলার ৩টি পৌরসভার মধ্যে ভোলা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৭ জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ২ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ রবিবার রিটানিং অফিসার সুব্রত কুমার সিকদার তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গতকাল শনিবার ভোলা পৌরসভার সাধারণ কাউন্সিলর পদের ২৪ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে প্রার্থীদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা না দেওয়া, তথ্য গোপন করা, বাড়ি-ঘর ও দোকানপাটসহ সম্পত্তির সঠিক তথ্য না দেওয়া, মামলার বিষয়ে তথ্য গোপন করাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়।

এর পরিপ্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারি রিটানিং অফিসার ও আয়কর অফিসারের সমন্বয়ে একটি তদন্ত দল গতকাল রাতেই সরেজমিনে প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সহায়-সম্পত্তি, দোকান-পাটসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করে।

তদন্ত শেষে আজ আজ রবিবার দুপুরে শুনানি অনুষ্ঠানে প্রার্থীদের উপস্থিতিতেই তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ব্যাপারে রিটার্নিং অফিসার সুব্রত কুমার সিকদার জানান, আজ রবিবার দুজন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া গতকাল দুপুরে শুনানি শেষে ৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ভোলা পৌরসভায় মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত ৩০০ জন ভোটারের তথ্যে ভুল থাকার কারণে মেয়র পদে স্বতন্ত্র প্রাথী জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিনের মনোনয়নপত্র গতকাল শনিবার বাতিল করেন রিটার্নিং অফিসার সুব্রত কুমার সিকদার। এ নিয়ে গত দুই দিনে ভোলা পৌরসভায় মেয়র পদে ১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭ জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ২ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো।