Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ঝিনাইদহের মহেশপুর পৌর নির্বাচনে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বিএনপি সমর্থিত পৌর মেয়র প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
রোববার দুপুরে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মহেশপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, হলফ নামায় ত্রুটি থাকায় বিএনপি মনোনীত প্রার্থী নজিব উদ্দৌলা নাছের, ভ্যাটের কাগজে ত্রুটি থাকায় জাসদ মনোনীত প্রার্থী রমজান আলীর ও সমর্থিত ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বিশ্বাস (জামায়াত)এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এ পৌরসভায় মেয়র পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তাহাবুবুর রহমান ও বর্তমান পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নুর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।