খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: ভোটের প্রচারে সবার জন্য সমান সুযোগ তৈরির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, “মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে অনেক জায়গায়। প্রচারেও যদি এভাবে বাধা আসে ও ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে প্রচারে সমান সুযোগ থাকবে কীভাবে?”
বৈঠকে অন্তত তিন হাজার নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়গুলোও তুলে ধরা হয় বলে জানান তিনি।
“ইসির কাছে দাবির বিষয় নয়, আমরা বলেছি-নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এ পবিত্র দায়িত্ব যেন কমিশন যথাযথভাবে পালন করে।”
বিএনপির প্রতিনিধি দলের একজন সদস্য জানান, ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, অন্তত ৪৫ জনকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়গুলো সিইসিকে অবহিত করা হয়েছে।
মঈন খান সাংবাদিকদের বলেন, “কমিশন কী ব্যবস্থা নেবে- তা কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন, সিইসি সব বিষয় খতিয়ে দেখার কথাও জানিয়েছেন।”
নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকলে শেষ পর্যন্ত ভোট বর্জন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, “এ ধরনের ‘যদি’ যেন না ঘটে তা কমিশনকে জানিয়েছি। এখন ভোট বর্জন করার বিষয় নেই। আমরা কমিশনকে তাদের সাংবিধানিক দায়িত্বের বিষয়ে তুলে ধরেছি।”
আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা যেন নেতা-কর্মীদের ভয়ভীতি না দেখায় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান তিনি।
অবশ্য বিএনপি ভোটে সেনা মোতায়েন চায় কিনা তা জানতে চাইলে এড়িয়ে যান মঈন খান।
“ভোটে সেনা মোতায়েন কতটা প্রাসঙ্গিক তা আমি জানি না। ভোটে যাতে সবাই নির্বিঘেœ ও ভয়ভীতিহীনভাবে যেতে পারে, সুষ্ঠু ভোট হয়, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে ইসিকে।”
প্রতিনিধি দলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম আবদুল হালিম, সাবেক সচিব আবদুর রশিদ সরকার, মুখপাত্র আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।