Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫
সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে তিন ঘণ্টার সফরে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছবেন।

আইএসপিআর সূত্রে জানা যায়, বাংলাদেশ মিলিটরি একাডেমির (বিএমএ) ৭৩তম দীর্ঘ মেয়াদী এবং ৪৪তম স্বল্প মেয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে এই দুই ব্যাচের ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও সেরা ক্যাডেটদের পুরষ্কৃত করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, উর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিদায়ী ক্যাডেটদের অভিভাবকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার পর্যন্ত চলা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর ২টার পর হেলিকপ্টারযোগে ফের ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।