খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ ঢাকার নারিন্দায় একটি মেসে বাইরে থেকে তালা আটকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে নারিন্দা মোড়ের ‘হা মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় একটি মেস বাড়িতে এ ঘটনা ঘটে।
সুমন (৪০), শাকিব (৩৫) ও শহীদুল ইসলাম (২৭) নামে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ওই মেসের বাসিন্দা সোহাগ ও রাজীবকে খুঁজছে পুলিশ। তারা দুজনেই ‘মাদকাসক্ত’ বলে পুলিশের তথ্য।
ওসি জেহাদ হোসেন বলেন, রেস্তোরাঁর দ্বিতীয় তলার পাঁচটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া। ভোর ৪টার দিকে একটি ঘর থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে অন্য কক্ষের বাসিন্দারা ছুটে যান। তারাই বাইরে থেকে তালা দেওয়া দেখে তা ভেঙে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
আহতদের মধ্যে সুমনের বাড়ি মুন্সিগঞ্জে। ঢাকার ধোলাইখালে একটি লেদ মেশিনের দোকান রয়েছে তারা। বাকি দুজনও ধোলাইখালে কাজ করেন।
সুমনের সন্দেহ, তার দোকানের সাবেক দুই কর্মচারী সোহাগ ও রাজীব এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ওয়ারী জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল আমিন বলেন, “সোহাগ ও রাজীব এক সময় সুমনের লেদের দোকানে কাজ করত। ওই মেসেরই একটি কক্ষে তারা থাকে। তারা দুজনই মাদকাসক্ত। এ কারণে গেণ্ডারিয়া থানা পুলিশ তাদের একবার আটকও করেছিল।”
আহত সুমনের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নুরুল আমিন বলেন, “কর্মচারী হিসেবে সুমন মাঝে মধ্যে সোহাগ ও রাজীবকে বকাঝকা দিতেন। তাছাড়া দুজনের কাছেই সুমনের কিছু টাকা পাওনা রয়েছে। সুমনের ধারণা, ওই দুজনই বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।”