খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫।। ১০ ডিসেম্বর ২০১৫ইং তারিখে রাজধানীর তেঁজগাও এ অবস্থিত চ্যানেল টুয়েন্টিফোর ভবন প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস- চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ সাহিদ, পরিচালক আলহাজ্জ খন্দকার সাকিব আহমেদ, আলহাজ্জ আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনজেরুল ইসলামসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।