Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ ৪২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১১ জন, শিবিরের একজন এবং নিয়মিত মামলার ৩০ জন আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, তালায় দুইজন, কলারোয়ায় সাতজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।