খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: সীতাকুন্ড পৌরসভার বর্তমান মেয়র নায়েক (অব.) সফিউল আলম সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সকল পদ ও সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার রাত ১০টায় এই পদত্যাগের কথা সাংবাদিকদের জানান তিনি। তিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক ও সেক্রেটারি আবদুল্লাহ আল বাকের ভুইয়া। উপজেলা দফতর সম্পাদক মাঈমুন উদ্দিন মামুন ও “িারুল আলম পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, যখন থেকে পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করে প্রথম থেকে একাধিকবার নির্বাচন করবেন না বলে জানিয়েছেন বর্তমান মেয়র নায়েক (অব.) সফিউল আলম। কিন্তু নির্বাচনের তফশিল ঘোষণা আগ মুহূর্তে তিনি ঘোষণা দেন দলের উপরে নির্ভর করবে নির্বাচন করা, না করা।
মেয়রপ্রার্থী হিসেবে দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতাদের ছিলো দৌড়ঝাঁপ। আওয়ামী লীগের পার্লামেন্টরি বোর্ড থেকে সীতাকুণ্ড আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাম আসে নায়েক (অব.) সফিউল আলমের। কিন্তু নাম ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয় নানা গুঞ্জন ও কৌতুহল। কেউ বলছে বদিউল আলম আবার কেউ বলছে সফিউল আলম।
অবশেষে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেন বদিউল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন নায়েক (অব.) সফিউল আলম। অবশ্য সীতাকুণ্ডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিয়ে এ ধরনের বিভ্রান্তির কথা ব্রেকিংনিউজের কাছে স্বীকারও করেছেন জেলার নেতৃবৃন্দ।