খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান বরাবর পাঠানো হয়েছে।
ইসির উপ সচিব সামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পর এ ধরনের চিঠি গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
স্বরাষ্ট্র সচিবকে দেয়া চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং প্রার্থীদের নিরাপত্তায় নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।