খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: রাজশাহীর মতিহার থানা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে শহরের চৌদ্দপায় ফল গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান।
স্থানীয়রা জানান, ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিল; আর অর্পা পরিবহনের বাসটি রাজশাহী থেকে যাচ্ছিল তাহেরপুর। ন্যাশনাল ট্রাভেলসের বাসটি একটি ট্রাককে ‘ওভারটেক’ করতে গেলে দুই বাসে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান বলে জানান ওসি।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এর হলেন- আজাহার আলী, তার স্ত্রী বেলীয়ারা ও আবু বক্কর সিদ্দিক।
দুই বাসের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।